ডিমলায় অগ্নিদগ্ধ বৃষ্টি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

নীলফামারীর ডিমলায় শিশু বৃষ্টি আক্তার(৯) শীত নিবারন করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়ে ডিমলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অগ্নিদগ্ধ বৃষ্টি আক্তার ডিমলা উপজেলা ৫নং গয়াবাড়ী ইউনিয়নের উকিল পাড়া গ্রামের ৪নং ওয়ার্ডের প্রতিবন্দি অসহায় আতাউর রহমানের মেয়ে। বৃষ্টি আক্তার দক্ষিন খড়িবাড়ী মুক্তা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ।
জানা গেছে গত শুক্রবার সন্ধায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের সময় তার পড়নের কাপড়ে আগুন লেগে শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসার জন্য ডিমলা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দূর্ভ্যাগের বিষয় প্রতিবন্দি অসহায় আতাউর রহমান আর্থিক ভাবে অস্বচ্ছল ও অসহায় হওয়ায় বৃষ্টি আক্তারে চিকিৎসার খরচ বহন করতে না পারায় পুণরায় রংপুর হাসপাতাল থেকে নিয়ে এসে ডিমলা হাসপাতালে বৃষ্টি আক্তারকে ভর্তি করায়। ডিমলা উপজেলায় আইন শৃঙ্খলা সভায় বৃষ্টির বিষয়টি স্থানীয় সংবাদিকরা তুলে ধরলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বৃষ্টির খোজখবর নেওয়ার জন্য ডিমলা হাসপাতালে ছুটে যান। এসময় ডিমলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ জুয়েল হক ও ডিমলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মোঃ নাসির উদ্দীন সরদার উপস্থিত ছিলেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, অগ্নিদগ্ধ  বৃষ্টিকে দেখতে ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার উন্নত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করছি। বৃষ্টির উন্নত চিকিৎসার জন্য সরকারীভাবে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করে বৃষ্টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের বার্ন ইউনিটে পাঠানোর উদ্দোগ গ্রহন করেন। মেয়ের চিকিৎসার জন্য বৃষ্টির অসহায় পিতা দেশের দয়াবান সকল ব্যক্তির নিকট সাহায্যের আবেদন করেন। বিকাশ নাম্বার ০১৭৪৪৩২০২৫৩ (সাহায্য পাঠানোর জন্য) ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget