রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা নাছিম উদ্দিনের মৃতদেহ ১৩ জানুয়ারী সোমবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন হয়েছে।  তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত  অবস্থায় তার নিজ গৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা নাছিম।  
 সোমবার দুপুর ১.৩০ মিনিটে মরহুমের ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের পুলিশ বাহীনির একটি চৌকস দল জাতীয় পতাকা মোড়ানো বীরমুক্তিযোদ্ধা প্রতি অস্ত্র নামিয়ে রাষ্ট্রীয় সম্মান জানান। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,  ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ প্রমূখ। এরপর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নের্তৃবৃন্দ নামাজে জানাজায় দাঁড়িয়ে বীরমুক্তিযোদ্ধা নাছিম উদ্দিনের বীরত্বগাথা সংগ্রামী জীবন স্মৃতি তুলে ধরেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংদের সাবেক কমান্ডার সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, আব্দুল মজিদ প্রমুখ। এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধার মৃর্ত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ সহ স্থানীয় সকল স্তরের মানুষজন। মৃর্ত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, ছেলে-মেয়ে সহ অসংখ্য বন্ধুবান্ধব, গুনগ্রাহী, আত্বীয় স্বজন মিলে ৭১’এর সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাদের রেখে যান। বীরমুক্তিযোদ্ধার মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget