ডিমলায় ভুট্টার গাছ কেটে হাটবাজারে বিক্রয়

নীলফামারী জেলার ডিমলায় উপজেলার বিভিন্ন এলাকাসহ পঁচারহাট এলাকার কৃষকগণ ফলন্ত ভুট্টার গাছ কর্তন করে গবাদি পশুর খাদ্য হিসাবে বিভিন্ন হাট-বাজারে বিক্রয় করছে। ডিমলা থানার সামনে ফেরদৌস নামে একটি ছেলে বজলার আলীর ভ্যানে করে ৪টি ভুট্টার গাছ এক মুঠা ১০-১২ টাকা করে বিক্রি করিতেছে। 

 এ বিষয়ে ফেরদৌস আলীর বাবা সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান এলাকার অনেক কৃষক প্রতি বিষা ১২-১৫ হাজার টাকা করে ভুট্টার গাছ বিক্রয় করিতেছেন। আমরা সেই ভুট্টার গাছগুলো কেটে বিভিন্ন হাট বাজারে গবাদি পশুর খাদ্য হিসাবে বিক্রয় করি। এ ব্যাপারে এলাকার বিভিন্ন কৃষকদের সাথে কথা বললে তারা বলেন ভুট্টা বিক্রির চেয়ে গাছ কেটে বিক্রিয় করলে বেশি মুনাফা পাওয়া যায়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন ভুট্টার গাছ কেটে বিক্রি করায় কৃষকরা অনেক লাভবান হচ্ছে এবং ইরি মৌসুমে ধান চাষাবাদ করিতে পারবেন । অপর দিকে গবাদি পশু পালনকারী ব্যক্তিরা গো-খাদ্যের ঘাটতি পূরণ করছেন। তিনি আরো বলেন, কৃষি অধিদপ্তর হইতে কোন প্রকার নিষেধাজ্ঞা না থাকায় আমার এ ব্যাপারে কিছু করতে পারছি না।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget