রামডাঙ্গা যুব কল্যান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলায় রামডাঙ্গা যুব কল্যান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জানুয়ারী (শুক্রবার) বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রামডাঙ্গা আমতলী বাজারের নিজ কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দুই জন, সাধারন সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক পদে তিন জন প্রতিদন্ধিতা করে। বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ইউপি সদস্যদের পদমর্যদা ভিত্তিক ১০ টি সহ সর্বমাট ভোটারের সংখ্যা ছিল ৭৩ টি । নির্বাচনের আয়োজন ও উৎসব মুখর পরিবেশে প্রার্থীসহ নারী ও পুরুষ ভোটাররা ভোট প্রদান করে। 

প্রধান নির্বাচন কমিশনার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ সারোয়ার জাহান সোহাগ জানান সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রামডাঙ্গা যুব কল্যান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান কামরুল পেয়েছে ৫৪ ভোট (বিজয়ী) তার নিকটতম প্রতিদন্ধি মিলন দাস পেয়েছে ০২ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ সবুজ ইসলাম পেয়েছে ৩১ ভোট (বিজয়ী) তার নিকটতম প্রতিদন্ধি মোঃ জাহিদ হাসান পেয়েছে ২৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাইবুল ইসলাম পেয়েছে ৩৩ ভোট (বিজয়ী), তার নিকটতম প্রতিদন্ধি মোঃ আব্দুর রহিম পেয়েছে ২২ ভোট, মোঃ আমিরুল মোমেনিন শুন্য ভোট । সর্বমোট ৭৩ ভোটের মধ্যে ৫৬ টি ভোট পড়ে । সহকারী নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মোঃ মনোয়ার হোসেন,সহকারী শিক্ষক, ডিমলা শিলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রিজাইটিং কর্মকতা হিসাবে দায়েত্ব ছিলেন মোঃ ফারুক হোসেন, সহ প্রিজাইটিং কর্মকতা হিসাবে দায়েত্ব ছিলেন এম আর মাহাবুব রহমান, মোঃ আব্দুল্লা আল মাহামুদ মনি। 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget