ডিমলায় পল্লীশ্রীর সংবাদ সম্মেলন



ডিমলা উপজেলা পল্লীশ্রীর আয়োজনে উপজেলা হলরুমে আজ ১৫ ই ডিসেম্বর সকাল ১১ টা থেকে দপুর ২.০০ টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলার পল্লীশ্রী রি-কল প্রকল্প ২০২১ গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃত প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্রকল্পের সরকারী নীতিমালা বাস্তবায়ন ও কমিউনীটির প্রত্যাশা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলার নেটওর্য়াক এর সহ সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে পল্লীশ্রীর প্রধান সমন্বয়কারী পুরান চন্দ্র বর্ম্মন সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী (ভ‚মি) কমিশনার নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা ছিদ্দিকা আশা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান,
 একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী ও পল্লী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েজ খান রুমি, নীলফামারী থেকে আগত জেলা নেটওর্য়াক সেক্রেটারী মিজানুর রহমান লিঠু, নির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন ইমু ও শাহানাজ রহমান ছবি, সাংগঠনিক সম্পাদক নুর আলম (চ্যানেল নাইন, জেলা প্রতিনিধি), আব্দুল বারী (দেশ টিভি, জেলা প্রতিনিধি), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই, জেলা প্রতিনিধি) এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী গুলশান আরা, মানবাধিকার কর্মী জাহানারা বেগম, পল্লীশ্রী এফ.এফ সামছুদ্দিন মিয়া, কমিউনিটি ভলানটিয়ার ইভি-সিএসও প্রকল্প গোলাম মোস্তফা, ফেরদৌস আরা এফ.এফ রিকল ২০২১ প্রকল্প,

 চড় অঞ্চলের পল্লীশ্রীর প্রকল্প সুবিধাভোগীসহ ডিমলা উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ সহ বিভিন্ন উন্নয়নমুলক দিক তুলে ধরেন এবং আগামী দিনের নীলফামারী জেলার নেটওর্য়াক কর্তৃক গৃহীত পরিকল্পনা-১.সমতা ভিত্তিত গুনগত শিক্ষা, ২.নিরাপদ পানি ও স্যানিটেশন, ৩.নারী ও শিশু সুরক্ষা, ৪.নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্র সৃষ্টি,৫. সু-স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিষদ মুক্ত আলোচনা করেন। 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget