ডিমলায় মহান বিজয় দিবস উদযাপন।

 


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলায় উপজেলা প্রসাশনের আয়োজনে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন এবং সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ্পতধ্বনী, স্মৃতি অ¤øানে পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিনের কর্মসুচি শুরু করে। 


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইবনুল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ওসি তদন্ত বিশ্বদেব রায়, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, ভাইচ চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ আয়শা সিদ্দিকা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারী আধাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিজয় দিবসে থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুচকাওয়াজ ও শিশু- কিশোরদের শারীরিক কসরত প্রর্দশন ও বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়। 


দুপুর ২ টায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হলরুমে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের মাঝে সংবর্ধনা  দেওয়া হয়। বিকাল ৩.৩০ জাতীয় পতাকা হাতে রেখে নির্ধারিত মাস্ক পড়ে সূর্বণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ বাক্য পাঠ করা হয়। 




Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget