ডিমলায় জহুরুল ইসলামের ডাকে নির্বাচনী জনসভা

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা প্রতিনিধি ঃ নীলফামারী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে জহুরুল ইসলামের ডাকে নৌকা মার্কার ডাকে সুন্দর খাতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনী জনসভায় শাহাজ উদ্দিনের সঞ্চালনায় সভাপত্বিত করেন মোঃ গোলাম কিবরিয়া মানিক, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা নীলফামারী ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মমতাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,উপজেলা শাখা, ডিমলা। 

প্রধান বক্তা ও নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহুরুল ইসলাম ভ‚ঁইয়া, চেয়ারম্যান ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ২নং বালাপাড়া ইউনিয়ন শাখা। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ সরকার, ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস পারভেজ, ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মইনুল হক, ২নং বালাপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ আকমল হোসেন লিঠু, ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলম প্রমুখ।  

উপস্থিত বক্তারা আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলামের নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট চেয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। 

প্রধান অতিথি সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা শাখা, নীলফামারী ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মমতাজুল হক নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা মার্কার জহুরুল ইসলামকে এলাকার ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা ব্যক্ত করেন।


 




Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget