ডিমলায় নারীর কৃষি অর্থনীতিতে পল্লীশ্রী

নীলফামারীর জেলার ডিমলা উপজেলা পল্লীশ্রী প্রতীক প্রকল্পের আয়োজনে বাস্তবায়িত হলো গবেষনা মূলক কার্যক্রম লানিং শেয়ারিং মিটিং। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে অক্সফার্ম জিবি’র সহযোগিতায় ও পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়িত পার্টিসিপেটরী রিসার্চ এন্ড ওনারশিপ উইথ টেকনোলচী ইনফরমেশন এন্ড চেঞ্জ (প্রতীক) প্রকল্পের আয়োজন ১০০ জন নারীর কৃষি অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রাখায় তাদেরকে নিয়ে লানিং শেয়ার মিটিং ডিমলা ইসলামিয়া কলেজ হলরুম আফতাব উদ্দিন সরকার মিলিয়াতনে অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী প্রকল্পের প্রধান সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন এর সঞ্চালনায় সভা প্রধান হিসাবে উপস্থিত ছিলেন- সেলিম রেজা, প্রোগ্রাম ম্যানেজার, পল্লীশ্রী দিনাজপুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাংসদ, নীলফামারী-১।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলাম, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, জেলা পরিষদের সদস্য- মোঃ ফেরেদৌস পারভেজ, উপজেলা সমবায় অফিসার- আলমগীর জামান, বিআরডিবি কর্মকর্তা- রাজিউর রহমান, আবহাওয়া কর্মকর্তা জামাল উদ্দিন, লুৎফর রহমান,প্রধান শিক্ষক ডিমলা উচ্চ বিদ্যালয়, ৪নং খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিথন), ৯নং টেপা খড়িবাড়ী ইউ,পি চেয়ারম্যান- ময়নুল হক, ভাইস প্রিন্সিপাল মহানন্দ পাল, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রোকনুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা ১০০ টি নারীকে নিয়ে এলাকায় পল্লীশ্রী বিভিন্ন ধরনের কৃষি ও অর্থনীতি যেমন ভুট্টা চাষ, মরিচ, আলু, মিষ্টিকুমড়া, ক্ষুদ্রব্যবসা, রাস্তাঘাটের চলাচলের উন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষনের মাধ্যমে উদ্বুদ্ধ করে ও পল্লীশ্রী প্রশিক্ষণ ধরে রাখার জন্য বিশেষ ভাবে আহবান করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করার বিষয়ে আলোচনা করেন। এতে পল্লীশ্রী প্রতীক প্রকল্পের শেষ প্রান্তে প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন গোলাম মোস্তফা এফএফ,পল্লীশ্রী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌসি আরা, এফএফ, শাহাবুদ্দিন, সুমিত্রা রানী, ফরিদা, শিল্পী বেগম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।   

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget