ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২১

 মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী প্রতিনিধি) : “সোনালী আশেঁর সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রনালয় পাট অধিদপ্তর ডিমলার আয়োজনে দশটি ইউনিয়নের একশত কৃষক কৃষানীদের মাঝে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় আজ ২২শে নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এটিএম তৈয়বুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা, নীলফামারীর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভ‚মি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান আলী, সহকারী পরিচালক পাট অধিদপ্তর, রংপুর।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ সেকেন্দার আলী, ডিমলা উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ দরিবুল্লাহ সরকার, ডোমার উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

প্রশিক্ষনে কৃষক কৃষানীদের উদ্দেশ্যে বলেন, পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর করে পাট চাষ, পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের মাধ্যমে পাট চাষীদের বিনামুল্যে পাটবীজ সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। পাট দিয়ে কেবল দড়ি নয় চট, বস্তা, বহুমুখী পাটজাত পন্য সহ সর্বাধুনিক মডেলের গাড়ীর বডি, ঢেউটিন, প্রিন্টারের কালি, চারকোল হতে উন্নতমানের প্রসাধন সামগ্রী, ভেজস সমৃদ্ধ শাক এবং চায়ের মতো পানীয় ব্যবহার করা হচ্ছে । পার্শ্ববর্তি দেশের উপর নির্ভর না থেকে পাট চাষীরা নিজে পাট বীজ উৎপাদন করে বীজ সংরক্ষন করতে পারে এ বিষয়ে দিন ব্যাপি কৃষক কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে একটি করে পাটের তৈরী ব্যাগ প্রদান করা হয় ।  


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget