ডিমলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

 

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা ( নীলফামারী) প্রতিনিধিঃ- নীলফামারীর ডিমলায় জমে উঠেছে ৪র্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচন। ৭ ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী । নৌকা প্রতীকে ০৭ জন আনারস প্রতীকে ০৭ জন চশমা প্রতীকে ০৬ জন ঘোড়া প্রতীকে ০৩ জন মটরসাইকেল প্রতীকে ০৫ জন দুটি পাতা প্রতীকে ০২জন অটেরিক্সা প্রতীকে ০১ জন হাতুড়ি প্রতীকে ০২ জন, হাতপাখা প্রতীকে ০১ জন চেয়ারম্যান প্রার্থী। প্রার্থীরা দিনরাত জয়ের আশায় পাড়া, মহল্লা, চায়ের দোকানে মাঠকর্মীদের নিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটাদের। বিএনপি মাঠে নেই আওয়ামীলীগের কিছু ত্যাগী দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে অনেকে নির্বাচনে অংশ গ্রহন করেছেন অর্থ্যাৎ আওয়ামীলীগই এখন আওয়ামীলীগের প্রতিপক্ষ। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে কে জিতবে এ জন্য আগামী ২৬ ডিসেম্বর অপেক্ষার প্রহর গুনতে হবে ভোটারদের। কে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। প্রার্থীরা মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক পেয়ে সন্ধার পর কর্মীদের নিয়ে নিজ নিজ এলাকায় আনন্দ র‌্যালী করে। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ১৬৭৭৬ জন, বালাপাড়া ইউনিয়নে ২৪২১৮ জন, ডিমলা ইউনিয়নে ৩৪২৯৬ জন, নাউতারা ইউনিয়নে ২৬৩২১ জন, খালিশা চাপানী ইউনিয়নে ২৪৮৩৬ জন, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ২৪৯৩৭ জন, পূর্ব ছাতনাই ইউনিয়নে ১১৬১৪ জন ভোটার। নৌকা প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে বলে সাধারন ভোটাররা জানান। মাঠে সাত ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। ডিমলা থানার তদন্ত ওসি বিশ্বদেব রায় জানান, নির্বাচনী এলাকায় নারী ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। উপজেলা নির্বাচন কমিশনার মোছাঃ মাহবুবা আকতার বানু বলেন প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংশতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।  


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget